শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকের বকশীগঞ্জ উপজেলায় কামালপুর ইউনিয়নে বৈষ্ণমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নাজমুল বৈষ্ণমপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
কামালপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ইউপি সদস্য নুর জাহান বেগম বাংলানিউজকে জানান, বিকেলে বন্ধুদের বাড়ির পাশে হাতি দেখতে যায় নাজমুল। তখন হাতি ধাওয়া দিলে পা পিছলে পড়ে যান নাজমুল। এরপর হাতির কবলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এনটি