ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে হাতির আক্রমণে কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২০
বকশীগঞ্জে হাতির আক্রমণে কলেজছাত্রের মৃত্যু

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে বন্যহাতির আক্রমণে নাজমুল ইসলাম (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকের বকশীগঞ্জ উপজেলায় কামালপুর ইউনিয়নে বৈষ্ণমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নাজমুল বৈষ্ণমপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

তিনি বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

কামালপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ইউপি সদস্য নুর জাহান বেগম বাংলানিউজকে জানান, বিকেলে বন্ধুদের বাড়ির পাশে হাতি দেখতে যায় নাজমুল। তখন হাতি ধাওয়া দিলে পা পিছলে পড়ে যান নাজমুল। এরপর হাতির কবলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।