শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। আব্দুর রহমান ওই গ্রামের সৌদি প্রবাসী গিয়াস উদ্দিন বেপারির ছেলে।
শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে স্বজনদের অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় রহমান। অনেক খোঁজাখুজির পর পুকুরে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।
গিয়াস উদ্দিন বেপারি বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এমএস/আরবি/