শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে যমুনা নদী থেকে তাদের মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
নিহত দু’জন হলো সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের নান্নু মোল্লার ছেলে শাকিল ও একই গ্রামের পুটু মোল্লার ছেলে রুহুল আমিন।
জানা যায়, শাকিল বাক প্রতিবন্ধী এবং রুহুল আমিন পাকুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তারা দু’জনে সকালে যমুনা নদীর তীরে মাটির গর্তে লুকিয়ে থাকা পাখি ধরতে যায়। এরপর তারা আর বাড়িতে ফেরেনি। পরে সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত বাংলানিউজকে জানান, যমুনা নদীর পানিতে ডুবে এক স্কুলছাত্রসহ দু’জনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ দু’টি সন্ধ্যায় স্থানীয়রা নদী থেকে উদ্ধার করেন।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
কেইউএ/আরআইএস/