গ্রেফতারকৃত আসামিরা হলেন- সোহেল, রানা বেপারী ও আকতার আলী।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কামরুজ্জামান।
তিনি জানান, রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে কদমতলী নোয়াখালী পট্টি এলাকায় তিন যুবক মিলে দুই কিশোরীকে ধর্ষণ করে। ওই দুই কিশোরী নিজেরাই রাতে থানায় এসে অভিযোগ করে। এ অভিযোগের ভিত্তিতে একটি মামলা হয়েছে। মামলার পরপরই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, ওই দুই কিশোরীর বয়স হবে ১৫ ও ১৩। তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এজেডএস/এএটি