ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে ট্রলিচাপায় কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
বড়াইগ্রামে ট্রলিচাপায় কিশোর নিহত

নাটোর: নাটোরের বড়াইগ্রামে ট্রলিচাপায় মোয়াজ্জেম হোসেন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জোনাইল ইউনিয়নের মানইর গ্রামে এ দুঘর্টনা ঘটে। মোয়াজ্জেম ওই গ্রামের সবার হোসেনের ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস বাংলানিউজকে জানান, মোয়াজ্জেম ট্রলি চালকের সহযোগির (হেলপার) কাজ করতো। দুপুরের দিকে তারা স্থানীয় নূর আলীর ভাটা থেকে ট্রলিতে ইটবোঝাই করে জোনাইল ইউনিয়নের দিকে আসছিল। পথে হঠাৎ ট্রলিতে ইটের ওপর বসে থাকা অবস্থা থেকে ছিটকে নিচে পড়ে যায় মোয়াজ্জেম। এসময় ট্রলিচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।