ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় পোল্ট্রি ব্যবসায়ীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
আগৈলঝাড়ায় পোল্ট্রি ব্যবসায়ীর আত্মহত্যা

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় দেনার দায়ে সিরাজ গোমস্তা (৪৫) নামে এক পোল্ট্রি ব্যবসায়ী বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায় পুলিশ।  

সিরাজ আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ী গ্রামের মৃত শামচুল হক গোমস্তার ছেলে।



পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজ বিভিন্নভাবে ঋণ নিয়ে বাড়িতে পোল্ট্রি ফার্ম করে ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি ওই ফার্মের অনেক মুরগি মারা যাওয়ায় তার অনেক টাকা ক্ষতি হয়ে যায়। ঋণের টাকা পরিশোধ করা নিয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েন তিনি। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ফার্মের মধ্যে বিষপান করেন সিরাজ। পরে তাকে  উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে শেবাচিম হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাংলানিউজকে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।