মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে ঢাকা-১১ আসনে সরকারিদলের সংসদ সদস্য একেএম রহমতউল্লাহর টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের উত্তরে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এ তথ্য জানান।
অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
মন্ত্রী বলেন, ৮৫টি এতিমখানার মধ্যে ৪৪টি বালক এতিমখানায় তিন হাজার ৬০৭ জন বালক, ৪০টি এতিমখানায় তিন হাজার ৮৯৯ জন বালিকা এবং একটি মিশ্র এতিমখানায় ৭৮ জন বালক-বালিকা রয়েছে।
সরকারি অনুদানপ্রাপ্ত এতিমখানার সংখ্যা তিন হাজার ৮৭০টি। ২০১৯ সালের জুলাই মাস থেকে সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি এতিমখানাগুলোর নিবাসীদের মাথাপিছু ব্যয় এক হাজার টাকা বাড়িয়ে দুই হাজার করা হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে এখাতে বরাদ্দ দেওয়া হয়েছে ২৩১ কোটি টাকা। একই সময়ে উপকারভোগীর সংখ্যা ৯৬ হাজার ২৫০ জন।
বেসরকারি এতিমখানায় অনুদান পাওয়ার জন্য ন্যূনতম ১০ জন এতিমনিবাসীর অবস্থান থাকতে হবে। প্রতিষ্ঠানে অবস্থানরত সর্বোচ্চ ৫০ শতাংশদের অনুদান দেওয়ার সুযোগ রয়েছে। এতিমখানার নিজস্ব জমি ও এতিমদের বসবাসের আবাসিক ব্যবস্থা থাকতে হবে। এতিমদের শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এসই/এএ