ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আর্থিক প্রতিষ্ঠানে মুজিববর্ষের স্লোগান ব্যবহারের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
আর্থিক প্রতিষ্ঠানে মুজিববর্ষের স্লোগান ব্যবহারের নির্দেশ অর্থ মন্ত্রণালয়

ঢাকা: এখন থেকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সব সরকারি পত্র, স্মারক, আধা-সরকারি পত্রে ‘মুজিববর্ষের প্রতিশ্রুতি আর্থিকখাতের অগ্রগতি’ স্লোগান ব্যবহারের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এ স্লোগান ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের লোগো ব্যবহার করতে হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মোহাম্মদ সফিউল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বছরজুড়ে মুজিববর্ষের নিম্নোক্ত স্লোগান ব্যবহার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ‘মুজিববর্ষের প্রতিশ্রুতি আর্থিক খাতের অগ্রগতি। অধিকন্তু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির লোগো ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। লোগো ব্যবহারের বিস্তারিত নির্দেশনা https://mujib100.gov.bd, ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

এমতাবস্থায় মুজিববর্ষ উপলক্ষে এ বিভাগের সব পত্রসহ (সরকারি পত্র, স্মারক , আধা-সরকারি পত্র ইত্যাদি) প্রযোজ্য সব ক্ষেত্রে জন্মশতবার্ষিকীর লোগো এবং উল্লিখিত স্লোগান ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
জিসিজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।