মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনা ভাইরাসে জীবনহানির ঘটনায় চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রীর নিকট পাঠানো এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন ড. মোমেন।
বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি চীন এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হবে। চীনের উহান থেকে ৩১২ জন বাংলাদেশীকে ফিরিয়ে আনতে দেশটির সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান।
একইসঙ্গে করোনা ভাইরাস সংকট কাটিয়ে উঠতে যে কোনো প্রয়োজনে বাংলাদেশ চীনের পাশে রয়েছে বলে জানান ড. মোমেন।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
টিআর/এবি