ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নভেল করোনা ভাইরাসে প্রাণহানিতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
নভেল করোনা ভাইরাসে প্রাণহানিতে পররাষ্ট্রমন্ত্রীর শোক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

ঢাকা: নভেল করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে চীনে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনা ভাইরাসে জীবনহানির ঘটনায় চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রীর নিকট পাঠানো এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন ড. মোমেন।

পাশাপশি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান।

বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি চীন এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হবে। চীনের উহান থেকে ৩১২ জন বাংলাদেশীকে ফিরিয়ে আনতে দেশটির সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান।

একইসঙ্গে করোনা ভাইরাস সংকট কাটিয়ে উঠতে যে কোনো প্রয়োজনে বাংলাদেশ চীনের পাশে রয়েছে বলে জানান ড. মোমেন।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
টিআর/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।