ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ২ দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
সিলেটে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ২ দিন

সিলেট: পাইপ লাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট নগরে আগামী বুধবার (১২ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গ্যাস সরবরাহ দুই দিন বন্ধ থাকবে। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজ করা হবে।

এ জন্য আগামী বুধবার (১২ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সিলেট নগর ও আশপাশের এলাকায় এ সময়ে কোনো গ্যাস সরবরাহ করা হবে না। তবে নগরের সেনানিবাস ও দক্ষিণ সুরমায় গ্যাস সরবরাহ চালু থাকবে।
 
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।