মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ৯ নম্বর হামিদপুর ইউনিয়নে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু তাহের মো. শামসুজ্জামান।
বাংলানিউজকে আবু তাহের মো. শামসুজ্জামান জানান, ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় এবং ইটের পরিমাপে কারচুপি করায় সোহাগী ব্রিকস, ফাইভ স্টার ব্রিকস ও আরএম ব্রিকসকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এসআরএস