মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত গণিত পরীক্ষা চলাকালীন ভান্ডারিয়া শাহাবুদ্দিন সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রের ১ নম্বর কক্ষের দায়িত্ব পালনরত ওই ৪ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করা শর্তে ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষক বাংলানিউজকে জানান, ওই কেন্দ্রের কিছু শিক্ষকরা ছাত্রদের নকল সরবরাহসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত।
শিক্ষকরা হলেন- বদিউজ্জামান, রফিকুল ইসলাম, ফাইজুন্নেছা ও রফিকুল ইসলাম।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম বলেন, ভান্ডারিয়া শাহাবুদ্দিন সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে সঠিকভাবে দায়িত্ব পালন না করায় ৪ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদন দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এসএইচ