ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ১ জনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
নারায়ণগঞ্জে ১ জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভূইগড় এলাকায় নিজ বাড়ি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জসিমউদ্দিন (৪২) নামে এ ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

জসিমউদ্দিন নোয়াখালীর চাটখিল শ্রীনগর এলাকার মৃত নুরুল হক মৃধার পুত্র।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, জসিমউদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার মৃত্যু রহস্যজনক। ময়নাতদন্তের প্রতিবেদনের পর তার মৃত্যুর যথার্থ কারণ সম্পর্কে জানা যাবে।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।