ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
না’গঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে কিশোরী ধর্ষণের অভিযোগে কাউসার হোসেন রাফি (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) র‌্যাব-১১ থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে রাফিকে আটক করা হয়।

এ সময় তার ব্যবহৃত মোবাইলের ফোনে ওই কিশোরীর ধর্ষণের ভিডিও ফুটেজ পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাফি ধর্ষণে কথা স্বীকার করেছেন। কিশোরীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বাংলানিউজকে জানান, আটক রাফিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই কিশোরীর বয়স ১৫ বছর। সে তার পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় থাকে। কিশোরীর পরিবার ও অভিযুক্ত রাফি মুখোমুখি বাসায় বসবাস করে। রাফি প্রায়ই ওই কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাবে রাজি করে। গত ২৩ জানুয়ারি কিশোরীকে ফুসলিয়ে রাফি তার ফুফুর বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করে এবং তার মোবাইলে ভিডিও ধারণ করে রাখে।  

পরে অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে পুনরায় অনৈতিক সম্পর্ক করার জন্য চাপ দেয় বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার জসিম।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।