মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের সাপেরগারা এলাকায় এ ঘটনা ঘটে। নুরুন্নবী ওই এলাকার হাসান শরীফের ছেলে।
পরিবারের সদস্যদের অভিযোগ, এ সময় দুর্বৃত্তরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।
নিহত নুরুন্নবীর বড় ভাই ফরিদুল আলম বলেন, প্রায় এক মাস আগে নুরুন্নবী মালয়েশিয়া থেকে দেশে আসেন। গত রোববার (৯ ফেব্রুয়ারি) বিয়ে হয় তার। মঙ্গলবার দুপুরে শ্বশুরবাড়ি থেকে পাঁচজন অতিথি বেড়াতে আসেন।
তিনি আরও বলেন, সন্ধ্যায় অতিথিদের বিদায় জানিয়ে আমি ঘরে ফিরছিলাম। এ সময় মুখোশ পরা বেশ কয়েকজন যুবক আমাকে পেছন থেকে ঝাপটে ধরে। হাত-পা বেঁধে আমাকে উপুর্যপুরি মারধর করে মাটিতে ফেলে রাখে। আরও কয়েকজনের একটি দল বসতঘরে ঢুকার চেষ্টা চালিয়ে প্রথম দফায় ব্যর্থ হয়। পরে দলটির কয়েকজন সদস্য বাড়ির পেছনে রান্নাঘরের দরজা ভেঙে বাড়িতে ঢুকে। এ সময় তাদের প্রতিহত করতে চাইলে এলোপাতাড়ি গুলি ছুড়ে।
এতে সদ্য বিবাহিত ছোট ভাই নুরুন্নবী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় ধারালো অস্ত্রের কোপে মা হাজেরা খাতুন ও ছোট ভাই মোজাম্মেল হক গুরুতর আহত হন। তাদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল আজম বাংলানিউজকে জানান, এটি ডাকাতি না পূর্ব শত্রুতার জেরে ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাছাড়া পরিবারের পক্ষ থেকে এখনো আসল ঘটনা পুলিশকে নিশ্চিত করে জানানো হয়নি। তবে ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলবে।
বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এসবি/আরবি/