মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামের মৃত খোকা মিয়ার স্ত্রী রাহেলা বেগম (৭০) ও তার মেয়ে শেফালী বেগম (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল। পথে অভিরামপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা বাঁশবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস উল্টে অন্তত ৩০ জন যাত্রী আহত হন। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পথচারী শেফালীর মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত রাহেলাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে রমেক হাসপাতাল ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন বাংলানিউজকে জানান, চালক-হেলপার পালিয়ে গেলেও বাস-ট্রাক জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
আরবি/