মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাতে মহানগরের স্টেশন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল জানান, সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে দেওয়া একটি পোস্ট শেয়ার করেন শহরের স্টেশন রোডের একটি রংয়ের দোকানের ম্যানেজার শমসের। গোপন সংবাদের ভিত্তিতে রাতে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ০৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এমআরএম/আরবি/