মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে তারাকান্দি-ভুয়াপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রাব্বি ওই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে বাড়ি থেকে বের হয়ে স্থল প্রধান সড়ক পার হচ্ছিলেন রাব্বি। এ সময় একটি ভটভটি পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মহব্বত কবীর বাংলানিউজকে জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
আরবি/