মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মদনপুর সড়কের শরীফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান শরীফপুর গ্রামের আকবর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিহত রায়হান দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে শরীফপুর থেকে দিরাই আসছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তারা।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় সোহাগ ও পারভেজকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
আরবি/