ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
গোদাগাড়ীতে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২ দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপভ্যান। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীতে ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় আহত হয়েছে আরও দু’জন।

তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বাংলানিউজকে জানান, রাজাবাড়ী মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপভ্যান। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা দুই ব্যক্তির মৃত্যু হয়। আহত হয় আরও দু’জন। পিকআপভ্যানটি চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে যাচ্ছিলো। আর সড়কের পাশে ট্রাক রেখে চালক ও হেলপার পাশের হোটেলে নাস্তা করছিলেন। এ ঘটনায় পিকআপটি দুমড়ে-মুচড়ে গেছে। মরদেহ। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে পিকআপের ভেতর থেকে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে ফায়ার সার্ভিস কর্মীদের যাওয়ার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান গোদাগাড়ী থানার ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।