ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ ফকির (১৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রড ভর্তি একটি ট্রাক চিতলমারীর কুনিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহ ফকির কুনিয়া গ্রামের আহাদ ফকিরের ছেলে।

এসময় ক্ষুব্দ এলাকাবাসী ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে চালককে আটক করে পুলিশে দেয়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বলেন, চিতলমারীর কুনিয়া বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের উপর বসেছিল চালক আব্দুল্লাহ। এসময় পিরোজপুরের ভাণ্ডারিয়া এলাকার উদ্দেশে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রড ভর্তি একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা আব্দুল্লাহ ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়।  

ঘটনার পর ক্ষুব্দ এলাকাবাসী ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে চালককে আটক করে পুলিশে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।