ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় আলমসাধু উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
চুয়াডাঙ্গায় আলমসাধু উল্টে চালক নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধু উল্টে হাবিব আলী (৪০) নামে চালক নিহত হয়েছেন। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে শহরের পৌর এলাকার ছাগলফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাবিব আলি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের জমির উদ্দিন বিশ্বাসের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে হাবিব ইট বোঝাই আলমসাধু নিয়ে চুয়াডাঙ্গা শহর থেকে আলমডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে ছাগলফার্ম এলাকায় পৌঁছালে আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান এ তথ্য নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।