ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে বসুন্ধরা কিংসের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
সৈয়দপুরে বসুন্ধরা কিংসের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় 

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মো. মিনহাজুল ইসলাম মিনহাজের আয়োজনে প্রতিটি উপজেলার সাংবাদিক সংগঠন ও কর্মরত প্রায় সব সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত  ৮টায় সৈয়দপুর ইকু হেরিটেজ থ্রি স্টার হোটেলে মতবিনিময় সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর সৈয়দপুরের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল।

বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলার দুই প্রবীণ সাংবাদিক যমুনা টেলিভিশনের প্রতিনিধি আতিয়ার রহমান বাড্ডা ও আরটিভির হাসান রাব্বী প্রধান।  

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- সময় টেলিভিশন নীলফামারী জেলা প্রতিনিধি ও সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিকে সাইদুল ইসলাম, বসুন্ধরা কিংসের হেডকোচ, বসুন্ধরা কিংস নীলফামারী জেলার সাধারণ সম্পাদক।

আয়োজক বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ সাংবাদিকদের উপস্থিতি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন।

মতবিনিময় ও প্রীতিভোজ শেষে মিনহাজুল ইসলাম মিনহাজ উপস্থিত সাংবাদিকদের হাতে বসুন্ধরা কিংসের টি-শার্ট উপহার দেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।