ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিলাসবহুল গাড়িটি আজহারীর নয়!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
বিলাসবহুল গাড়িটি আজহারীর নয়!

চলতি বছরের মার্চ পর্যন্ত সব তাফসির মাহফিল স্থগিত করে গবেষণার কাজে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দিলেও সমালোচনা যেন পিছু ছাড়ছে না দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারীর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে আজহারীর গাড়ি চালানোর কিছু দৃশ্য। এ নিয়ে নতুন করে শুরু হয়েছে তর্ক-বিতর্ক।

আজহারীর পক্ষে-বিপক্ষে চলছে ভার্চুয়াল যুদ্ধ।

ছবিতে দেখা গেছে, একটি ‘বেন্টলি’ ব্র্যান্ডের গাড়ি চালাচ্ছেন আজহারী। বিলাসবহুল গাড়ির ড্রাইভিং সিটে বসে মিজানুর রহমান আজহারী। যার বাজারমূল্য কমপক্ষে ৫ কোটি টাকা। তবে গাড়ির নেমপ্লেটে SJZ888IR লেখা, যা সিঙ্গাপুরের গাড়িগুলোর হয়ে থাকে।

সমালোচনাকারীরা বলছেন, দেশে কোটি কোটি টাকা কামিয়ে বিলাসবহুল জীবন-যাপন করতেই মালয়েশিয়ায় চলে গেছেন আজহারী। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আজহারীভক্তদের সঙ্গে বাকবিতণ্ডায় মেতেছেন বিরোধীরা।

আজহারীর পক্ষের লোকজন, এ বিলাসবহুল গাড়ি আজহারীর নয় এবং তিনি মালয়েশিয়ায় গিয়ে এ গাড়ি চালাননি। ছবিগুলো তার সম্প্রতি তোলাও নয় বলে জানা গেছে। মূলত এ গাড়িটি আজহারী চালিয়েছেন সিঙ্গাপুরে। আর গাড়ির মালিকের নাম সাহিদুজ্জামান টরিক।

 আরও পড়ুন>>> সব মাহফিল স্থগিত করে মালয়েশিয়া যাচ্ছেন আজহারী

সাহিদুজ্জামান টরিক সিঙ্গাপুর-বাংলাদেশ চেম্বার্স অব কমার্সের সাবেক সভাপতি। তার দেশের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। ছয়-সাত মাস আগে টরিকের নিমন্ত্রণে এক মাহফিলে যোগ দিতে সিঙ্গাপুরে যান আজহারী। সে সময় সেখানে টরিকের এই গাড়িতে চড়ে সিঙ্গাপুর ঘুড়েন। তিনি নিজেও অল্প কিছু সময় গাড়ি চালান। ছবিগুলো সেসময়ের তোলা বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ১টা ৩৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে পারিপার্শ্বিক কারণের কথা উল্লেখ চলতি বছরের মার্চ পর্যন্ত সব তাফসির মাহফিল স্থগিত করে গবেষণার কাজে মালয়েশিয়া যাওয়ার ঘোষণা ইসলামিক স্কলার মাওলানা আজহারী।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।