বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মদাতী ইউনিয়নের মনিরাবাদ গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার লিডার শামীম আলম বাংলানিউজকে জানান, সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল রমজান। এ সময় তার খেলনাটি পুকুরে পড়ে গেলে তা উদ্ধার করতে পুকুরে নামে রমজান। পরে পুকুরের ডুবে গিয়ে নিখোঁজ হয় রমজান। পরে খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ওই পুকুরে তল্লাশি করে রমজানের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এনটি