ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
শার্শায় ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু

বেনাপোল (যশোর): যশোররে শার্শা উপজেলার রামপুর গ্রামে মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় জিম (০৮) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জিম শার্শা উপজেলার রামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

সে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে স্কুলের সামনের রাস্তা পার হওয়ার সময় মাটি বহনকারী দ্রুত গতির একটি ট্রাক্টর শিশুটিকে ধাক্কা দেয়। এতে জিম মাথায় আঘাত পায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে জানান, আটক ট্রাক্টর চালককে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।