বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুস সাত্তার উপজেলার রতনপুর ইউনিয়নের বাঁশঝাঁড়িয়া গ্রামের মৃত মাদার আলী মল্লিকের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে কলেজ মোড় হয়ে ফুলতলা মোড়ে যাওয়ার সময় মোসলেমের হাটখোলায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা স্বপ্নীল পরিবহন আব্দুস সাত্তাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত লেগে রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় স্থানীয়রা ঘাতক বাসটি আটকালেও ড্রাইভারসহ স্টাফরা পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সাত্তার মল্লিকের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এনটি