ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রিয়াজ হত্যা: আসামি গ্রেফতার না হওয়ায় পরিবারের ক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
রিয়াজ হত্যা: আসামি গ্রেফতার না হওয়ায় পরিবারের ক্ষোভ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করছেন নিহত রিয়াজের বড় ভাই মনিরুল ইসলাম রিপন। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল সদর উপজেলার দলিল লেখক মো. রেজাউল করিম রিয়াজ হত্যার ঘটনায় ১০ মাসেও দুই আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ ও ন্যায় বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সংশয় প্রকাশ করে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত রিয়াজের বড় ভাই মনিরুল ইসলাম রিপন।

লিখিত বক্তব্য রিপন বলেন, ২০১৯ সালের ১৮ এপ্রিল দিনগত রাতে আমার ছোট ভাই রিয়াজকে (দলিল লেখক) পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ ঘটনার পরদিন আমি বরিশাল কোতোয়ালি মডেল থানায় আসামিদের নাম অজ্ঞাত রেখে একটি হত্যা মামলা দায়ের করি। এ হত্যাকাণ্ডের অভিযাগে মৃত রিয়াজের স্ত্রী আমেনা আক্তার লিজাকে আটক করে পুলিশ। ১৬৪ ধারা জবানবন্দিতে লিজা বলেছেন, তার স্বামীর সহকারী মাসুম হোসেন দা দিয়ে কুপিয়ে তার স্বামীকে হত্যা করেন। এ সময় মাসুমের সঙ্গে থাকা এক ব্যক্তি বালিশ চাপা দিয়ে তার মুখ চেপে ধরেন। হত্যাকাণ্ডের পর থেকেই রিয়াজের দুই সহকারী মাসুম ও হাবিব পলাতক রয়েছেন। এখন পর্যন্ত ওই দুই জনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

তিনি বলেন, আমাদের বিশ্বাস মাসুম ও হাবিবকে গ্রেফতার করা হলেই আমার ভাইয়ের হত্যাকাণ্ডের মূল রহস্য বেড়িয়ে আসবে। একই সঙ্গে মাসুমের সঙ্গে রিয়াজের স্ত্রী লিজার পরকীয়া সম্পর্কের বিষয়টিও জানা যাবে। এলাকার মানুষের মুখে শোনা যাচ্ছে পরকীয়ার কারণেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের সঙ্গে লিজাও জড়িত রয়েছেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন রিয়াজের ভাই রিপন।  

এ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতকদের দ্রুত গ্রেফতারের জন্য তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন রিপন।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আল মামুন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।