মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সংশয় প্রকাশ করে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত রিয়াজের বড় ভাই মনিরুল ইসলাম রিপন।
লিখিত বক্তব্য রিপন বলেন, ২০১৯ সালের ১৮ এপ্রিল দিনগত রাতে আমার ছোট ভাই রিয়াজকে (দলিল লেখক) পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, আমাদের বিশ্বাস মাসুম ও হাবিবকে গ্রেফতার করা হলেই আমার ভাইয়ের হত্যাকাণ্ডের মূল রহস্য বেড়িয়ে আসবে। একই সঙ্গে মাসুমের সঙ্গে রিয়াজের স্ত্রী লিজার পরকীয়া সম্পর্কের বিষয়টিও জানা যাবে। এলাকার মানুষের মুখে শোনা যাচ্ছে পরকীয়ার কারণেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের সঙ্গে লিজাও জড়িত রয়েছেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন রিয়াজের ভাই রিপন।
এ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতকদের দ্রুত গ্রেফতারের জন্য তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন রিপন।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আল মামুন।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এমএস/আরআইএস/