ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে ওজন ও পরিমাপে কারচুপি করায় তিন পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা ও এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেছেন বলে বাংলানিউজকে বিএসটিআইয়ের পরিচালক (মেট্রোলজি) মো. আনোয়ার হোসেন মোল্লা।
ভ্রাম্যমাণ আদালত ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী মেসার্স ক্যাব এক্সপ্রেস সিএনজি ফিলিং স্টেশন, জ্বালানি তেল পরিমাপে প্রতি ১০লিটারে একটি ডিজেল ইউনিটে ৫৯০ মিলি কম দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া মেসার্স নাজ ফিলিং স্টেশন, প্রতি ১০ লিটারে একটি ডিজেল ইউনিটে ১৮০ মিলি জ্বালানি তেল বেশি দেওয়ায় ১০ হাজার টাকা এবং মেসার্স স্পিড বার্ড সিএনজি ফিলিং স্টেশন, প্রতি ১০ লিটারে দু’টি ডিজেল ও দু’টি অকটেন ইউনিটে ২৮০ থেকে ৪২০ মিলি লিটার জ্বালানি তেল কম দেওয়া ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামালাও দায়ে করা হয়।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সংস্থাটির সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার ও পরিদর্শক পূজন কর্মকার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
জিসিজি/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।