বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। হারুন উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামের শুক্কুর খলিফার ছেলে।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান বাংলানিউজকে জানান, উপজেলার হোসনাবাদ বাজারের লেপ-তোষকের দোকানি হারুন খলিফা বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ওই স্কুলছাত্রীকে তার দোকানের পেছনে ডেকে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নির্যাতিতার মা বাদি হয়ে থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে পুলিশ হারুন খলিফাকে গ্রেফতার করেছে বলেও পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এমএস/ওএইচ/