বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ-নাকাইহাট সড়কের চাঁদপুর সিংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তানিম উপজেলার চাঁদপুর সিংড়াগ্রামের হাফেজ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির সামনে রাস্তার পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল তানিম। তখন রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক তানিমকে চাপা দেয়। এতে তানিম গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটি মারা যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করছেন।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এনটি