ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে নানা আয়োজনে পালিত হলো বেতার দিবস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
কক্সবাজারে নানা আয়োজনে পালিত হলো বেতার দিবস কক্সবাজারে বেতার দিবসের আলোচনা সভা। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: ‘বেতার ও বৈচিত্র্য’ প্রতিপাদ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রাসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কক্সবাজার বেতার পালন করলো বিশ্ব বেতার দিবস।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে দিবস উপলক্ষে কক্সবাজার লিংকরোড সংলগ্ন বেতার প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেতারের আঞ্চলিক পরিচালক মো. ফখরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মো. ইকবাল হোসাইন বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় যখন বিদ্যুৎ থাকে না, তখন বিপদগ্রস্ত মানুষ বাঁচার দিকনির্দেশনা পায় বেতার থেকে। বেতার শুধু মানুষের জীবন বাঁচায় না, আঞ্চলিক শিল্প সাহিত্য সংস্কৃতির বিকাশে অবদান রাখছে।

তিনি বলেন, বেতার হচ্ছে বিপদের বন্ধু। রাষ্ট্রের ক্রান্তিকালে রাষ্ট্রকে রক্ষা করে বেতারের মতো গণমাধ্যম। আর কক্সবাজারের প্রেক্ষাপটে বেতার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি স্থানীয় জনসাধারণকে সচেতন করতে কক্সবাজার বেতার থেকে নানা অনুষ্ঠান প্রচার করে আসছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক চৌধুরী, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ্ত খীসা, কক্সবাজার বেতার শিল্পী সমন্বয় পরিষদের সহ-সভাপতি ও শব্দায়নের পরিচালক জসীম উদ্দিন বকুল, সাধারণ সম্পাদক নাট্যকার স্বপন ভট্টাচার্য্য, ইউনিসেফের সিফোরডি স্পেশালিস্ট মো. আলমগীর বেতারের সহকারী পরিচালক (অনুষ্ঠান) নুরুল করিম খাঁন, সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, রেডিও এনাউন্সারস ক্লাবের সভাপতি সাংবাদিক সুনীল বড়ুয়া প্রমুখ।

আলোচনা শেষে বেতারের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংগীতানুষ্ঠানে আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এসবি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।