ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

উলিপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
উলিপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া (১০) ও সাওদা (৯) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দলদলিয়া ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাদিয়া ও সাওদা সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

দলদলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনোয়ার হোসেন খান বাংলানিউজকে জানান, সাদিয়া ও সাওদার বাবা শাহাদৎ হোসেনের বাড়ি উপজেলার ধরণিবাড়ি ইউনিয়নে। চাকরির সুবাদে বাবা-মা ঢাকায় অবস্থান করায় দুই বোন সরদারপাড়া গ্রামে নানির বাড়িতে থেকে লেখাপড়া করতো।  

তিনি আরও জানান, দুপুরে দুই বোন সবার অজান্তে বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত অবস্থায় পানিতে পড়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এফইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।