নীলফামারী: নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মাসুম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় জেলা সদরের চাঁদের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে করে মাসুম বাড়ি যাচ্ছিলেন।
তিনি চাঁদের হাট এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।