ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহ: ঝিনাইদহে বাস-ট্রাকের সংঘর্ষে বাসের হেলপার আমির হামজা (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ওই উপজেলার নগরবাথান বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির হামজা সদর উপজেলার লেবুতলা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দীন বাংলানিউজকে জানান, চুয়াডাঙ্গা থেকে ফুলজান নামে একটি যাত্রীবাহী বাস ঝিনাইদহ আসছিল। পথে নগর বাথান এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাসটি  ধাক্কা দেয়। এতে বাসের হেলপারসহ দুইজন গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত তৈয়ব আলী ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।