ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

অর্থ আত্মসাৎ: খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
অর্থ আত্মসাৎ: খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারী আটক

খুলনা: প্রায় ৪৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারী মো. মিজানুর রহমানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা জেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক হয়।

মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষ বলেন, মিজানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

তিনি বলেন, মিজানের বিরুদ্ধে সিডিউল বিক্রি বাবদ ২৬ লাখ ১৮ হাজার ৯৮০ টাকা, ভ্রমণ ভাতা বাবদ ১ লাখ ৮৩ হাজার ৫০৮ টাকা, খেয়াঘাটের খাস আদায় বাবদ ২১ লাখ ৩২ হাজার ১২০ টাকাসহ সর্বমোট তিনি ৪৯ লাখ ৩৪ হাজার ৬০৮ টাকা আত্মসাৎ করেন। এরমধ্যে থেকে মিজান ১৩ লাখ টাকা জেলা পরিষদের তহবিলে জমা দিয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।