বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লা মডেল থানায় নির্যাতিতার বাবা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-ফতুল্লার তল্লা সবুজবাগের মনির হোসেনের ছেলে রনি (১৮) ও কাঠেরপুল এলাকার হাসেমের ছেলে হৃদয় (১৮)। এছাড়া পলাতক রয়েছেন অপর আসামি আল্লাহ ভরসা বাসের হেলপার হৃদয় (২২)।
অভিযোগের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, গত ১১ ফেব্রুয়ারি ফতুল্লার তল্লা সবুজবাগ এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযোগকারীর মেয়েকে অভিযুক্তরা পালাক্রমে ধর্ষণ করেন। পরে নির্যাতিতা বাসায় জানালে থানায় অভিযোগ দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
আরবি/