ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় শিক্ষকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
পাকুন্দিয়ায় শিক্ষকের কারাদণ্ড

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দাখিল পরীক্ষা কেন্দ্রে অবৈধভাবে অবস্থান করে মোবাইল ফোনে কথা বলার অভিযোগে সিদ্দিক হোসেন নামে এক শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান এ দণ্ড দেন।  

দণ্ডপ্রাপ্ত সিদ্দিক হোসেন উপজেলার এগারসিন্দুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান বাংলনিউজকে জানান, দুপুরে মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসায় দাখিলের ইংরেজি পরীক্ষা চলাকালে  কেন্দ্রের ২৩ নম্বর কক্ষের ভিতরে শিক্ষক সিদ্দিক হোসেনকে মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়। এদিন তিনি পরীক্ষার কোনো দায়িত্বে ছিলেন না। পরে ওই শিক্ষককে পরীক্ষার কোন দায়িত্বে না থেকেও পরীক্ষা কক্ষে যাওয়া ও মোবাইলে ফোনে কথা বলার দায়ে পরীক্ষা নিয়ন্ত্রণ আইন ১৯৮০/১০ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।