বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রাশেদ খান মেনন এ মন্তব্য করেন।
এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
রাশেদ খান মেনন বলেন, প্যালেস্টাইন সমস্যা সমাধানের ব্যাপারে বাংলাদেশের নীতি হচ্ছে প্যালেস্টাইনিদের সংগ্রামে সমর্থন করা। সম্প্রতি দেখলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেদিন তার অভিসংশনের প্রক্রিয়া চলছে সেই দিনই তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আরেকজন বিরোধী নেতাকে সামনে নিয়ে একটি পরিকল্পনা প্রকাশ করেছেন প্যালেস্টাইন সম্পর্কে।
‘পরিকল্পনার মধ্যে যেটুক প্যালেস্টাইনের জমি রয়েছে সেটি হচ্ছে পুরনো প্যালেস্টাইনের মাত্র ১২ শতাংশ। তাও এটাকে বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্ন দ্বীপ থেকে তাদের যোগাযোগ অব্যাহত রাখতে হবে। ওই পরিকল্পনায় বলা হচ্ছে, প্যালেস্টাইনে কোনো আর্মি থাকতে পারবে না। যোদ্ধাদের নিরস্ত্র করতে হবে।
মেনন বলেন, এই প্যালেস্টাইনের পক্ষে বাংলাদেশ সব সময় দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর কাছের যারা ছিলেন, তখন জোট নিরপেক্ষ আন্দোলন ছিল, তখন ছিলেন ইয়াসির আরাফাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী উৎসব পালন করেন তখন তিন জনকে ডেকেছিলেন তার মধ্যে একজন ছিলেন ইয়াছিন আরাফাত। কিন্তু অবাক হচ্ছি ইসরাইলের এই পরিকল্পনার ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো একটি শব্দও উচ্চারণ করে নাই। খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, শুনেছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ওআইসি করবে।
‘বাংলাদেশ চিরকাল প্যালেস্টাইনের পক্ষে। প্যালেস্টাইনের জনগণ এটাকে ওই পরিকল্পনাকে প্রত্যাখান করেছে, এমনকি ইউরোপীয় ইউনিয়ন প্রত্যাখান করেছে, ওআইসি প্রত্যাখান করেছে, তারপরও বাংলাদেশ এ ব্যাপারে পরিপূর্ণভাবে নিশ্চুপ। এটা কি ডোনাল্ড ট্রাম্প সাহেবের ভয়ে কিনা? আমার জানা নেই। কারণ ডোনাল্ড সাহেব ক’দিন পর ভারত যাবেন। সেখানে মোদী সাহেবের সঙ্গে মিলে এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবেন। সেখানে বাংলাদেশে কোন অবস্থানে থাকবে? ৩০০ বিধিতে আমি পররাষ্ট্র মন্ত্রীর বিবৃতি দাবি করছি।
এরপর পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ৩০০ বিধিতে তাৎক্ষণিক বিবৃতি দিয়ে বলেন, প্যালেস্টাইন সম্পর্কে আমাদের নীতি আজও বলবৎ। সে দিন ওআইসি সভায় আবারও বলেছি। সুতরাং এ নিয়ে আপনার সন্দেহের কোনো কারণ নেই।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এসকে/এইচএডি/