ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মাটি-বালি খনন স্থান থেকে ১০০ মিটার দূরে রাখার সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
মাটি-বালি খনন স্থান থেকে ১০০ মিটার দূরে রাখার সুপারিশ

ঢাকা: নদী বা খাল থেকে তোলা বালি বা মাটি পুনরায় যেন খননের স্থানে পড়ে ভরাট হতে না পারে সেজন্য খননের স্থান থেকে তা কমপক্ষে ১০০ মিটার দূরে রাখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির  বৈঠকে এ সুপারিশ করা হয়।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন।

বৈঠকে কমিটির সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী  এ কে এম এনামুল হক শামীম, মো. আফজাল হোসেন এবং সামশুল হক চৌধুরী অংশ নেন।

সংসদ সবিচালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বৈঠকের শুরুতে ৮ম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং নদী/খালের উত্তোলিত / খননকৃত বালি/ মাটি পুনরায় যাতে খননের স্থানে পড়ে ভরাট হতে না পারে সেজন্য খননের স্থান থেকে কমপক্ষে ১০০ মিটার দূরে রাখার সুপারিশ করা হয়। প্রয়োজনে খননকৃত বালি ও মাটি রাখার জন্য জায়গা অধিগ্রহণ করার পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে ক্ষতিগ্রস্ত পোল্ডারসমূহ আগামী বর্ষা মৌসুম শুরুর পূর্বেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সাপেক্ষে জরুরী ভিত্তিতে মেরামত কাজ সম্পন্ন করার সুপারিশ করা হয়।

বৈঠকে যমুনা নদীর ডান তীরের ভাঙন থেকে গাইবান্ধা সদর উপজেলা এবং গণকবরসহ ফুলছড়ি উপজেলার বিভিন্ন স্থাপনা রক্ষা, ভৈরব ও রুপসা নদীর ভাঙন থেকে খুলনা শহরের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাসমূহ রক্ষা এবং পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ভুবনেশ্বর নদী পুনঃখনন এবং পোনা নদী ও ভুবনেশ্বর নদীর ভাঙন থেকে বিভিন্ন স্থাপনা/ সম্পদ রক্ষা প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে যমুনা নদীর ডান তীরের ভাঙন থেকে গাইবান্ধা সদর উপজেলা এবং গণকবরসহ ফুলছড়ি উপজেলার বিভিন্ন স্থাপনা রক্ষা প্রকল্পের কাজ সম্পাদনে নিয়োজিত ঠিকাদার কর্তৃক কাজটি সম্পাদনা করা দুরূহ  হয়ে পড়ায় জনস্বার্থে বাস্তবতার আলোকে পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে প্রকল্পসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে মন্ত্রণালয়ের মনিটরিং কার্যক্রম জোরদার করার পাশাপাশি বাস্তবতার নিরিখে প্রকল্প প্রণয়নের সুপারিশ করা হয়।

বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ারসহ মন্ত্রণালয় ও বিভাগ এবং  বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।   

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এসকে/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।