বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা সদরের প্রাতঃবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আবু বক্কর সিদ্দিক ওই ইউনিয়নের বেপারী পাড়ার মৃত চমক বেপারীর ছেলে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন টিটু বাংলানিউজকে জানান, গত ঈদের সময় শাহআলম মেম্বারের দুই ভাইকে রকেট মেম্বারের লেকজন পিটিয়ে গুরুতর আহত করে। এ নিয়ে একটি মামলা আদালতে চলমান রয়েছে। এই বিরোধকে কেন্দ্র করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সরাইল প্রাতঃবাজার এলাকায় শাহআল মেম্বারের লোকজন তার ওপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠালে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এনটি