বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে স্থানীয় বসবাসকারীদের আশ্বস্ত করে এসব কথা বলেন মন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চিলাহাটি-সৈয়দপুর পর্যন্ত ডাবল লাইন নির্মাণের কাজ শুরু হবে শিগগিরই।
মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রেলভূমি নিয়ে যদি কেউ ফায়দা লুটার চেষ্টা করেন কিংবা মধ্যস্বত্ত্বভোগী দাঁড়ান তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরে তিনি আকাশপথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।
বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে এসময় সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, সৈয়দপুর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আযম আলী, ব্যবসায়ী জুবের আলম, মহসিন মিঠু।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এসএইচ