বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া অধিবেশনে সভাপতিত্ব করেন।
শাহরিয়ার আলম বলেন, রাষ্ট্রপতি তার ভাষণে দেশের সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের ডাক দিয়েছেন। অবশ্যই ঐক্য হতে পারে। কিন্তু বিএনপি-জামায়াতের সঙ্গে ঐক্য হতে পারে না। তাদের হাতে জাতির পিতা হত্যার রক্ত। যারা ৫০ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে, তাদের সঙ্গে কোনো ঐক্য হতে পারে না। তাদের কাছে কি আমাদের শুনতে হবে গণতন্ত্র কিভাবে শক্তিশালী হবে।
তিনি বলেন, এই বিএনপি যখন ক্ষমতায় ছিলো, তখন বাংলাদেশকে মারাত্মকভাবে বেকায়দায় ফেলেছিলো। তারা চিহ্নিত যুদ্ধাপরাধী, হত্যাকারীকে ওআইসির মহাসচিব পদে প্রার্থী করে শুধু বাংলাদেশকে নয়, ওআইসিকেও বেকায়দায় ফেলেছিলো। তারা চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট করে ঢাকায় তাইওয়ানের বাণিজ্যিক অফিস করতে দিয়ে। রাশিয়ার কাছ থেকে কেনা মিগ-২৯ এর বিল দিতে বিএনপির সরকার অস্বীকৃতি জানায়। এরা বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে গুলিয়ে ফেলেছিলো। শুধু বিএনপি নয়, বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলকে বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বের কাছ থেকে শিক্ষা নিতে হবে।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এসকে/এজে