বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের কার্যালয়ে আনা হয়।
সাইবার ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলাম জানান, 'নভেল করোনা ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, এতে আক্রান্ত হয়ে বাংলাদেশের দুইজন মারা গেছেন' এমন গুজব ছড়ানোয় পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।
এই পাঁচ জন দৈনিক খবর, টুইটবাংলা ডট কম, অন্য আলো, ফেসবুক আইডি শেখ রানা এবং ফেসবুক আইডি এম এ হাসনাত জামিল সংশ্লিষ্ট।
ডিএমপির সাইবার ক্রাইম বিভাগ জানায়, বাংলাদেশে করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়েছে বা মারা গেছে এমন কোনো খবর পাওয়া যায়নি। অনেকেই এ বিষয়ে অতি উৎসাহী হয়ে প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। যারাই সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে এ ধরনের খবর প্রচার করবে তাদের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
পিএম/আরএ