এরা হল লেমশীখালী ইউনিয়নের বশির উল্লাহ সিকদার পাড়ার আকতার হোসেনের ছেলে তাহের মনি-(২) ও দক্ষিণ ধুরুং ইউনিয়নের জুইল্যার পাড়ার জয়নাল আবেদীনের শিশু অভিয়া (২)।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লেমশীখালী ইউনিয়নের বশির উল্লাহ সিকদার পাড়ার আকতার হোসেনের শিশু তাহের মনি বাড়ির সামনে খেলা করছিল। এ সময় খেলার ছলে পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে দক্ষিণ ধুরুং ইউনিয়নের জুইল্যার পাড়া এলাকায় জয়নাল আবেদীনের শিশু অভিয়া দুপুর সাড়ে ১২টায় বাড়ির পুকুরে পড়ে গেলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসাপাতালে ভর্তি নিয়ে যায়। ততক্ষণে শিশুটি মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুতুবদীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদাউস বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
আরএ