বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টায় ফার্নিচার, সিমেন্ট ও টাইলসের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।
আগুনের সূত্রপাত সম্পর্কে স্থানীয়দের কয়েকজন দাবি করেন, ফার্নিচার দোকানের ভেতরে বেশ কয়েকজন কর্মচারী রাত্রী যাপন করেন। তাদের ব্যবহৃত কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবু বকর জামান রাত পৌন ১২টায় জানান, আগুন নিয়ন্ত্রণে আছে। কেউ হতাহত হয়নি। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনই বলা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
আরএ