ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার কমিটি গঠন 

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার কমিটি গঠন 

জাবি: বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংগঠনটির আহ্বায়ক হাসান আল মামুন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার আদেশ দেওয়া হয়।

আইন ও বিচার বিভাগ ৪৩তম ব্যাচের আরমানুল ইসলাম খানকে সভাপতি ও বাংলা বিভাগের ৪৫তম ব্যাচের জাহাঙ্গীর হোসাইনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে- আলী হোসাইন (ইতিহাস-৪৫ ব্যাচ), সাহানুর রহমান (প্রত্নতত্ত্ব-৪৫ ব্যাচ), আশিকুল মাহবুব নয়ন (রসায়ন -৪৫ ব্যাচ), খালিদ মাহমুদ তন্ময় (চারুকলা-৪৬ ব্যাচ)। আর জিল্লুর শরিফ ও শারমিন আক্তার সাথীকে যুগ্ম -সাধারণ সম্পাদক করা হয়েছে।  

এছাড়া সাংগঠনিক সম্পাদক সামসুজ্জামান সায়েম, দপ্তর সম্পাদক নিশাত আব্দুল্লাহ, অর্থ সম্পাদক ইয়াহিয়া জিসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন, সংস্কৃতি সম্পাদক মো. আলমগীর।

বাংলাদেশ সময়: ০৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।