ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মাদক আমাদের কল্পনা শক্তিকে পুরোপুরি নষ্ট করে দেয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
মাদক আমাদের কল্পনা শক্তিকে পুরোপুরি নষ্ট করে দেয়

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম বলেছেন, একসময় বলা হত জ্ঞানই শক্তি, এখন বলা হয় তথ্যই শক্তি, আরেকটু উন্নত স্তরে গিয়ে চিন্তা করলে বলা হয় কল্পনাই শক্তি। আর মাদক আমাদের এই কল্পনাশক্তিকে পুরোপুরি নষ্ট করে দেয়। মাদক একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানের পথে প্রধান অন্তরায়। তাই মাদক সমস্যার সমাধান তথা অন্যান্য অপরাধ নিবারণের মাধ্যমে জনসেবা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী তথা রাষ্ট্রের সেবকদের পাশাপাশি সন্তান এবং অভিভাবকদের এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কোতোয়ালি মডেল থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন দেখতেন সেই সোনার বাংলা বিনির্মাণে, মুজিব বর্ষের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সবাইকে মাদকসহ সব অপরাধের বিরুদ্ধে কাজ করে যেতে হবে।

আর রাষ্ট্রের সেবায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার একটি চমৎকার প্ল্যাটফর্ম হচ্ছে কমিউনিটি পুলিশিং কার্যক্রম। আর এই কমিউনিটি পুলিশিং কে নিজের ক্ষমতা দেখানোর প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যাবে না। কারণ টাউট বাটপারের দিন শেষ।

কোতায়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন, সহকারী পুলিশ কমিশনার রাসেল আহম্মেদ, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নরেশ কর্মকার, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ফায়জুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান মুকুল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ০৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।