শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মোরেলগঞ্জ সোলমবাড়িয়া বাস স্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে। আহত ওই দুই কর্মকর্তাকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটকরা হলেন- পূর্বসরালিয়া গ্রামের মতি আকনের ছেলে হাসান আকন (২৪) ও লতিফ আকনের ছেলে মাহতাব আকন (৪৭)। মাহতাব মোরেলগঞ্জের বিভিন্ন এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালায়।
আহত পুলিশ কর্মকর্তা ঠাকুর দাশ মন্ডল বলেন, একটি দ্রুততগামী মোটরসাইকেল থামিয়ে আরোহীদের জিজ্ঞাসাবাদ করছিলাম। সময় পেছন থেকে এসে অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে ওই দু’জন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এসএইচ