শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় জানান, আমির হোসেনের ছেলে শুভ কোনো কাজ করতেন না। কিছুদিন পর পর টাকার জন্য তার বাবাকে চাপপ্রয়োগ করতো। শুক্রবার সকালে শুভ তার বাবাকে ব্যবসা করতে টাকার জন্য চাপ প্রয়োগ করলে এনিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে শুভ ঘরে থাকা দা দিয়ে আমিনুল ইসলামকে কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় আমির হোসেনকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। পরে দুপুরের দিকে পথের মধ্যেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে তার ছেলে শুভ পলাতক রয়েছে। তাকে আটক করতে ইতোমধ্যে অভিযান চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এসএইচ